Sunday, 8 March 2015

Lyrics : মিরা দেব বর্মন 
Music : সচীন দেব বর্মন
song  : তুমি এসেছিলে পরশু 

তুমি এসেছিলে পরশু
কাল কেন আসনি ,
তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি ।
নদী যদি হয়রে ভরাট কানায় কানায়
হয়ে গেলে শুকনো হঠাৎ তাকে কি মানায়,
তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি।
কাল কেন আসনি
কাল ভালোবাসোনি।
আকাশে ছিলোনা বলে হায় চাঁদের পালকি
তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি।
তুমি কি আমায় বন্ধু কাল অভিলাসোনি
কাল কেন আসনি
কাল ভালোবাসোনি।
বনে বনে পাখি ডেকে যায় আবোল তাবোল
থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল।
তুমি কি আমায় বন্ধু একবারও ডাকোনি
কাল কেন আসনি
কাল ভালোবাসোনি॥

No comments:

Post a Comment